৮ই মার্চ – শ্রমজীবী নারী দিবসঃ আসুন খোলাখুলি কথা বলি ...

মফস্বলের যে কলেজ পড়ুয়া মেয়েটি রোজ সকালের টিউশনি সেরেই পিঠে একটা আধমণি ব্যাগ ঝুলিয়ে, প্রেসের খিটখিটে মালিককে নতুন সংখ্যাগুলি তাড়াতাড়ি ছেপে দেওয়ার তাগাদা দিতে দিতে, দুপুর আড়াইটের লোকাল ধরে কলকাতার বইমেলায় ছুটে আসে, তাদের পত্রিকার ‘বিশেষ রোকেয়া সংখ্যা’কে পাঠকের হাতে পৌঁছে দেবে বলে, অথবা সারাটা দিন যাবৎ অফিসে কলম পিষতে পিষতে নিঃশেষে ফুরিয়ে যেতে যেতেও সন্ধ্যে ফুরনোর আগেই মেলার ময়দানে এসে হাজির হয় ধর্মের ভিত্তিতে বেআইনি নাগরিক পঞ্জিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য, এরাই রোকেয়ার ভবিষ্যৎ।

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 08 March, 2022 | 458 | Tags : Workng Womens’ Day Space for Women Women Struggle Virginia Woolf A Room of One’s Own